একটি চাঁদ একটি রাত
দিনের শেষে আসে,
চাঁদের আলো দেখতে খুকু
খুব যে ভালবাসে।

মামা মামা ডেকে বলে
একটু কাছে আসো,
তোমার সাথে খেলব খেলা
মিটি মিটি হাসো।

একটি পুতুল খুকু'র আছে
দিবে তাহার বিয়ে,
বউ আনতে কনের বাড়ি
যাবে তোমায় নিয়ে।

বন্ধু হয়ে থাকবে পাশে
গল্প হবে সাথে,
দিনের বেলা ছুটি নিয়ে
আসবে শুধু রাতে।