জানিস আমি লুকোচুরি খেলা খেলিনি কোনোদিন?
সেই আমি তোদের সাথে খেলতে খেলতে একদিন
ঠিক ঠিক শিখে নিলাম লুকোচুরি খেলা -
নাকি আমরা ইচ্ছে মতো সাজিয়ে নিলাম আমাদেরই খেলা?


আমাকেই হারতে হতো প্রতিবার!
তারপরও যদি একটু সময়ের জন্যেও খুঁজে না পেতিস
বুকের ভেতর অভিমানের বাস্প আর চোখ জুড়ে কান্নার স্রোতে
হয়ে পড়তো বর্ষার উছলে পড়া নদী
একটু বেশি হলেই উথাল পাথাল প্লাবন!
আমি তখন মাঝ নদীতে যাত্রী বোঝাই নৌকার বিব্রত মাঝি
হাসি আর ভালোবাসার রং ছড়িয়ে ভুলাচ্ছি ঝড়ের বিপন্ন স্মৃতি
তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি হেরে যাবার, কিংবা হারানোর শঙ্কা।
এবং নিজেকেও বোঝানোর ছলে -
প্রতিশ্রুতি দিচ্ছি, যখন ডাকবি, সে হোক অমাবস্যার অন্ধকার রাত
হোক যুদ্ধবাজ কোনো সমরনায়কের অবরুদ্ধ সময়,
এমনকি বাজুক ইস্রাফিলের পৃথিবী ধ্বংসের বাঁশি -
আমি ঠিক তোর পেছনে দাঁড়িয়ে তোর নাম ধরে ডাকবো।
জানি চমকে উঠার বদলে তুই আমাকে ঠিক জড়িয়ে ধরবি
উচ্চতায় আমাকে ছাড়িয়ে যাওয়া তুই তখনো খুঁজবি আশ্রয়
একাকীত্বে বিধ্বস্ত আমার শতবর্ষী বুকের উষ্ণতায়।


এহসান নাজিম
০৯/২২/২০২২