স্বাধীনতা তুমি এসেছিলে হাজারো লক্ষ রক্তের বিনিময়ে ,
রাতে অন্ধকারে নিষিদ্ধ দুয়ার ভেঙে অসংখ্য জীবন ছিনিয়ে ।
স্বাধীনতা তুমি নতুনের সাজে বাসর রাতে বধূর আহাকার ,
সামান্য পথে ঘাটে থাকা আরামে ক্লান্তির শেষে অনেক চিৎকার ।
স্বাধীনতা তুমি দেশ প্রীতি অসংখ্য মায়ের না জানা উদাহরণ ,
তাদেরই ধনে ঘুরে আনাচে কানাচে বনে বিলিয়ে বিজয়ের কিরণ ।
স্বাধীনতা তুমি কেন এখন লোভী রাজনৈতিক বিভক্তি ক্ষমতা ,
জ্বালাও পোড়াও টাকার আর্শিবাদে হারায়ে গেছে মানুষের মমতা ।
স্বাধীনতা তুমি মামলা হামলা নামক পিছিয়ে বহুদুরের বাংলাদেশ ,
বিচারের ন্যায় অবিচ্ছেদ্য রায়ে অসহায় মানুষের সহসম্বল শেষ ।
স্বাধীনতা তুমি অভিশাপ মুক্ত কর নিরহ জাগরণ সর্বহারা জাতি ,
হাসিতে বড় বড় কথায় গোলামের মত আছি শুকুুনের রাজনীতি ।
স্বাধীনতা তুমি অনেক কষ্টে এসেছিলে ইতি পাকিস্তানের অত্যাচারে ,
মুক্তি চাই গর্জে উঠা জয় বাংলায় আবারও অস্পষ্ট অন্যায় বিচারে ।
স্বাধীনতা তুমি ভেবনা কেঁদোনা তোমাকে পেতে আবারও হবে যুদ্ধ ,
রাজনৈতিক বলি নহে যুব সমাজের অগ্নি স্বপ্নে নতুনে করিবো শুদ্ধ ।
স্বাধীনতা তুমি আছো থাকবে চিরকাল বঙ্গবন্ধুর চিন্তার চেতনার ,
রাখিয়া বিশ্বাস হে স্বাধীনতা তোমাকে বলছি বিনয়ে ভালোবাসার ।
স্বাধীনতা তুমি আমাদের ১৬ কোটির অহংকার লাল সবুজের ,
শক্তি চাই ভক্তির মহে শান্তিময় সুখি আপনও জনে সমাজের ।
স্বাধীনতা তুমি পরিশেষে বলে দাও যাদেে নেই বুঝার মানবতা ,
সুখ শান্তি সুন্দরে দেশ সন্ত্রাস জঙ্গী রাজনৈতিক কথা কিসের স্বাধীনতা ???????????????????????????????????????????????????????