একুশে মানে অভিনয়ে বড় মনের ,
একুশে বাঙ্গালী ভেদাবেদ মানুষের ।
একুশে অল্প কল্প আর বাহানার ,
একুশে বাংলা বাঙ্গালী না জানার ।
একুশে এখন চাঁপাচাপি ভালোবাসা ,
একুশে দিনে দুপুরে নারী সর্বনাশা ।
একুশে এসেছিলো আবার বছর পর ,
একুশে ভুলেছি বীর ছেড়েছেন ঘর ।
একুশে ফেব্রুয়ারী কেন এত জঙ্গী ,
একুশে এখন দখলের নিত্য সঙ্গী ।
একুশে বাজারে ফুলের বড়ই দাম ,
একুশে বাংলা ভুলে ইংরেজির কাম ।
একুশে সরল পথে মুজলুম জনতা ,
একুশে টাকার জোড়ে খাটায় ক্ষমতা ।
একুশে শিক্ষা বিহীন মোদের দেশ ,
একুশে রাজনীতি মূর্খে ভরাই বেশ ।
একুশে এখন নাই দেশ দেশ ভুক্তি ,
একুশে অভাবের পেট চলার চুক্তি ।
একুশে মায়ের কান্না শুকিয়ে গেছে ,
একুশে স্বাধীনতার স্বাধই হয় মিছে ।
একুশে রক্তে আর রাস্তায় ভিঝেনা ,
একুশে সালাম জাব্বার আর পাবেনা ।
একুশে কেন একদিনে একটু শ্রদ্ধা ,
একুশে ভুক্তি ভুলি যুবক আর বৃদ্ধা ।
একুশে তুমি কেঁদনা বাংলা একটু কঠিন ,
একুশে আসলেই বাঙ্গালী হয় সৌখিন ।
একুশে রাজনীতির বড় বড় বুলির কথা ,
একুশে সালাম জাব্বারের কষ্টময় ব্যথা ।
একুশে কেন নীরবে অসহায় শুধুই মরে ,
একুশে গরিবের কলার বৃত্তরা টেনে ধরে ।
একুশে চিৎকার বিল্পত্ত অটভুত ভাবনা ,
একুশে মিলেমিশে থাকবো করি কামনা ।
একুশে উঁচ্চ শীরে যুদ্ধে কত এসেছিলো ,
একুশে সোনার বাংলায় দেশ পেয়েছিলো ।
একুশে তুমি ভেবনা চেতনায় শক্তি ,
একুশে যুদ্ধে সাহসী বীররত মুক্তি ।
একুশে চাই সবাই একত্রেই থাকি ,
একুশে দেশকে ভালোবাসায় রাখি ।
একুশে হোক সহায়তা সুখের একতা ,
একুশে মিলেমিশে থাকুক সম মমতা ।
একুশে পর নয় অটুট বন্ধন জুড়ে চাই ,
একুশে আমরা সবাই আছি ভাই ভাই ।
একুশে ত্যাগ মহীমা স্বার্থবিহিন চাওয়া ,
একুশে বাঙ্গালীর সুন্দর দিনগুলো পাওয়া ।
একুশে গর্ব যোদ্ধার মনবলে অগ্রযাত্রায় ,
একুশে লাল সবুজে ছাড়ায়ে অতি মাত্রায় ।
একুশে আসুন বাসনা বলি কামনা ,
একুশে আমার পর্দা মেঘনা যমুনা ।
একুশে হাতে হাত বাঙ্গালী না ছাড়া কভু ,
একুশে শহীদদের জান্নাত দাও হে প্রভু ।