সকালে দলে দলে ছাত্র সমাজ একত্রে স্লোগান ,
মানিনা মানবো না পরেরই ভাষায় বজ্র আহবান ।
বসে নাই ক্যাম্পাস কেন্টিন পুরো দমেই ফাঁকা ,
আরে ভাষা বলে কথা রাজপথে চলে নাই চাঁকা ।
সবারই শরীলে সাদা কাপড়ে মনে হল কাফন ,
রাষ্ট্রভাষা বাংলা নইলে হব রাজ পথেই দাফন ।
ঢাকা মেডিক্যাল জুড়ে ছাত্র সামনে পাকিস্তানী ,
সালামে রফিকে আরো কত রক্তে বাংলা হল রানী ।
কেঁদেছিলো আকাশ বাতাস বাংলার জাতি ভীতরে ,
সকাল গরিয়ে বীর শান্ত হল তখন সময় দুপুরে ?
বিধাতা বুঝে হকদারের চাওয়া নয়কো ভুল ,
লোভে পালায়ে হায়নার দল হারায়ে সবি কুল ।
ওরা মরে নাই আছে শহীদের কাতারে আর ভাষায় ,
আছে তোমাদের আমাদের একত্রে একতার আশায় ।
সময় দুপুরে মানেই উত্তাল দামাল বাংলার ছেলে ,
বাংলা এসে ছিলো রক্তের বিনিময়ে নয়কো ছলে ।
পাকিস্তান মানেই উর্দু বাঙ্গালীর পায়ে পড়ায়ে ছিকলে ,
অনেক দামে কিনেছি বাংলা রক্তে,ওরে নহে নকলে ।
মনে রাখবা যতদিন বাঁচবা আর ২১শে আসবে না ,
ভাষার জন্য জীবন বাজি এখন অহেতুকই কল্পনা ।
তখন ছিলো ভেদাবেত নাহি এক কাতারে একতা ,
এখন থাকে নিন্দুকের ধাপে লোভে হারায়ে মানবতা ।
বাংলাদেশ মানেই অনেক কষ্টের বেদনার আসুন করি ভুক্তি ,
ইতিহাস ভুললে ধ্বংশে যাবে দেশে হবেনা কোন উন্নতি ।
তাই বলি সময় দুপুরে আওয়াজে গর্জে জয় বাংলা বলো ,
ভাষার বীর আর বঙ্গবন্ধুর ধারালো সেই বজ্র কন্ঠে চলো ।