আজি বহে ডাকি কহে বাংলার আগমনে ,
ঝরে রক্ত নহে মুক্ত সোনাদানা বা ধনে ।
বলি জাব্বার সফিকের বেদনা আকাশে বাতাসে ,
মন চিত্রে রূহু বিত্রে একি ছিলো বিশ্বাসে ।
সোনার বাংলা ভাষা বাংলা সুখময় সুর ,
আছে মানুষে থাকো একসাথে মিলে সমুদুর ।
ফেব্রয়ারী মানেই সব পারি স্বাগতম বাংলা ভাষা ,
ভ্যাবিচার অত্যাচার গালি আর ধ্বংসে সব আশা ।
ছিলো না লোভ , ছিলো দেশ মায়ের মমতা ,
ভাষায় কহে থাকে ভয়ে নিপীরিত জনতা ।
রক্তে বহে বাংলা কাঁদো বাঙ্গালী অশ্রুজলে ,
রাখিয়া বিশ্বাস বাংলার দামাল ছেলেরা শক্তিমন বলে ।
দেখ আর হবেনা রক্তে লাল সালাম জাব্বারের দেশ ,
মায়ের ভাষা বাংলা এখন মহা পালনে ব্যস্ত বিদেশ ।
একসাথে মিলেমিশে আসুন বাংলা ভাষায় বলি ,
অন্যের দেওয়া ধার করজার ভাষায় নাহি চলি ।
জয় হোক বাংলা জয় হোক শহীদের নীরভয়ে প্রতিদান ,
সালামে রইলো শ্রদ্ধায় বহে বাংলায় তোমাদেরই অবদান ।