সভ্য নয় অসভ্য ধারায় দন্ডিত নামে নন্দিত হে নারী ,
চালাকে ও অভিমানে করেছো কত পুরুষে ঘর ছাড়ি ।
বিয়েরও পিরিতে বসিলো যারা আপনও করিয়া পর ,
অসভ্যের নীতিতে ভুলিয়া সব রিতি , ছাড়িতে হয় ঘর ।
হিংসা দানব শয়তানের নানী বানীতে তার মায়াবি রূপ ,
হাঁসিতে কাবু কান্নায় বিজয়ে যা বলেই নারীরাই খুব ।
হিতাহিত পরাজিত যুদ্ধা পুরুষ শীর নত তুবুও মরণে ,
বুদ্ধি শক্তি হারায়ে পথহারা বেলায় লননাদের কারণে ।
কামায়ে ঘামের পরিবারের তৃপ্তির কিছু আশা ভরসা ,
জ্বালায়ে পুড়ায়ে লন্ডভন্ড সংসারের শান্ত ভালোবাসা ।
অসভ্য নীতি আর কতকাল কত জনে নিরবে নীরভয় ,
বিন্দু বিন্দু ফোটায় সাগরে পুরুষে আপনাকে করে ক্ষয় ।
স্বাধু স্বাধনা বীনে মিলেনা যেমনি বিধাতার মহিমা ,
কিছু না করেই হে নারী জগত বিশ্বে তুমি জননী মা ।
কিতাবে কোরান মালিকের মানা সাবধান নারী জাতি ,
এখনই সময় বন্ধ কর যত শয়তানের অসভ্য নীতি ।
ভাবিয়া কর ধরো গৃহিনীর বেহাইয়াপনা করে নিপাত ,
অসভ্য কলংকের রাস্তা পিছায়ে সামনে দেখ জান্নাত ।