উত্তর বলি দক্ষিণে বিছায়ে সবুজে বাংলা মায়ের মাটি ,
পূর্ব বলি পশ্চিমে ছড়িয়ে ছিঁটায়ে ওরা যোদ্ধা মুক্তির ঘাটি ।
ভাষা এলো রক্ত দিয়ে বিজয়ে আরো অনেক দিয়েছি ,
ত্রিশ লক্ষ প্রাণ আর মা বোনের ইজ্জতে স্বাধীন দেশ পেয়েছি ।
ওরা যোদ্ধা তখন মনে ছিলো না হারানোর কষ্টের বেদনা ,
ছাড়ি নাই ধরে তারিয়ে রেখে পরাধীন হতে মুক্ত সিমানা ।
বাংলা ভাষা ১৬ কোটি বাঙ্গালীর মাথা নত না করার ভাষা ,
বঙ্গবন্ধুর প্রাণের স্পন্দন যোদ্ধের মাঠের সৈনিকের আশা ।
আজি দেখি মোর ভাষা হারায়ে ভুলায়ে ছোট্ট শিশুর শিক্ষা ,
ওরা যোদ্ধা ওরা সাহসী বীর ত্যাগ দিয়েছে একটু নে ধিক্ষা ।
সহজে আরামে ক্লান্তি ছাড়াই বুঝো না যুদ্ধ কারে বলে ,
আরে বাঙ্গালী বাংলা ভাষা ছাড়া বাঙ্গালী কেমনে চলে ।
যতদিন আছে সবুজে ধরণী আর পশ্চিমে লাল সুর্যের জ্যোতি ,
ওরে বাংলার দুশমন ওরা নাই আমরা করিবো ঠিক মতি ।
থামেনা বাঙ্গালী কারণ যুদ্ধে তার শৈশব সামনে মুখে জয়বাংলা ,
রাখিয়া সম্পদ মায়েরও লাগি আমরা বাংলা মাটির কামলা ।
ওরা যোদ্ধা আমাদের হাতিয়ার সোনার দামাল ছেলে আছি ,
মিটায়ে ধংশে ছাড়খাড় জঙ্গী সন্ত্রাস তবেই বিজয়ে বাঁচি ।
বাংলা মানেই সম্মানের বাংলা যুবক একতা শক্তির বৃদ্ধা ,
আগামী বা ভূবিশত যখনই আসবে তখনই ওরা যোদ্ধা ।