কবি তো হতে চাই
তোমার মন রাজ্যে
বিধির কি দোষ বলো
আসো না আমার কাব্যে

আমি মরি অহর্নিশ
তোমায় পাবার জ্বালায়
তুমি কেবল স্বপ্নে বিভোর
সফলতার মায়ায়

ভালো থাকতে অনেক কিছুর
নেইতো প্রয়োজন
মনের মতো মন হলেই
হয় সুখের আয়োজন

আয়না দুজন স্বপ্ন গড়ি
একটি পাতা দিয়ে
যে পাতাতে ফুটবে কুঁড়ি
হাজার পাতা নিয়ে

রঙে রসে না-ই ভরলো
পেটে মোদের জ্বালা
মনের সুখেই গেঁথে যাবো
বিনি সুতোর মালা

জ্বলুক পড়ুক অন্য লোকে
মোদের সুখ দেখে
নির্বাসনে যাবো না আর
থাকবো মনের সুখে।