স্মৃতি
তোমাকে ফেলে এসেছি
অতলে হারিয়েছ কালের গহ্বরে
আলোর বেগে ছঁুটে চলেছি
তবুও আমি ফিরিয়ে আনতে পারি না।


আকাশে যখন তারা নিভে যায়
মধ্যরাত্রির সপ্নে আমাকে জাগায়
অনুরিত করো মস্তিষ্কের নিউরন
তবুও আমি চোখ মেলতে পারি না।


রিলের নেগেটিভে পরপর ভেসে যাও।
আমাকে উদ্দ্বেলিত করো, তাড়নায় রোমাঞ্ছিত করো।
ক্ষণকালীন আবেগ, মৃদু পাগলামি, একটু ভয়
তবুও আমি ছন্দ মিলাতে পারি না।


কখনো কেঁপে উঠি, কখনো নিস্তব্ধ চিৎকার
পাশে ঘুমানো মানুষটাও টের পায় না।
আমি ছুঁটে যাই দূরে কিংবা কাছে
তুমি, আমি অথবা আমরা সবাই
স্মৃতির নিয়মে দুজনের একলা বসে
তবুও আমি ছঁুয়ে দেখতেও পারি না।


জানি তুমি এখন আর থাকো না
সেরেবেলাম তা বিশ্বাস করে না
হারিয়ে যাই তাই নিউক্লিয়াস এর কেন্দ্রে
অথছ ১১ টি বছর ছিলে আমার প্রাণে।


পাশে থাকা মানুষটাও জেগেছে
আলতো স্পর্শে আমায় ডেকেছে
দশমিকের চিরকুটে আজ এটুকুই
কিছু বলার সময় নেই
তবে দেখা হবে অচিরেই
স্মৃতি!! কথা দিলাম তোমাকেই।।


কাজী নাঈম - ১০ শ্রাবণ ১৪২৬