ভেজা শাড়ি, ভেজা চুল ।
ভিজে এলে আমার মাঝে তুমি,
হঠাৎ কামনা এলে কে নিবে দায় ভার ?
অনেক কাজ বাকি পরে আছে !
এই বলে চলে যাও তুমি,
চায়ের কাপে রেখে আধা কাপ চা ।
ধোঁয়া উড়া সেই এক চুমুক, ঠোঁটে লেগে থাকা;
তোমার উষ্ণতা তাকে দেয় একটুখানি ভিজিয়ে ।
প্রারম্ভে কিন্তু মুহূর্তগুলো কেটেছে এভাবেই,
ভোরের সূর্য জানালায় উত্তাপ ছড়ানোর আগেই,
থমকে রয় দীর্ঘ শ্বাসে আমি ।
চারণ করি সূচনার কিছু স্মৃতি,
সত্যি সত্যি যখন ঘুম ভাঙে জীবনের তাড়নায় -
স্তব্ধচিত্তে প্রাণের গতি সঞ্চার করি,
আগামিকালের আশায় ।


১২ ভাদ্র, ১৪২৪