"অলীক"


ধর্মের কল বাতাসে নড়ে
আমার স্বপ্ন জলে,
দিবালোকে অর্ধচন্দ্র
নিবিড় নিশীথে তপ্ত সূর্য ।


কুমিরের মায়া কান্না -
ইচ্ছেগুলো সব মাটিতে চাঁপা
স্বার্থের জালে স্বপ্ন ভাঙা,
মিথ্যে কথায় জোড়া লাগা ।
গোলাপের কাঁটায় ভালোবাসা
মাছের কাঁটায় মরণ দশা ।


অসময়ের দ্বারে
সময়ের কড়া,
ঘুণে খাওয়া কাঠে  
মরিচা পড়া তালা,
ব্যর্থ হয়ে জেদ করা
মুথা ঘাসেই জাবর কাটা ।


পেন্সিলে আঁকা রংধনু
টিনের চালে হিমাংশু,
ছেঁড়া কাঁথায় স্বপ্ন বুনা
পৌষের রাত্রে ঘেমে যাওয়া,
সমাজ ধর্ম প্রবাদ কালাম
সব কিছুই ছেড়ে গেলাম ।।


কাজী নাঈম - ২২শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ