জীবনের জ্যামিতি


দৃষ্টি অনেক প্রখর
তবে স্থায়িত্বটা খর্বর
অবয়বটা নয় আসল
না বুঝে হই তরল
মনটা কিন্তু সরল
কিন্ন্তু না বুঝলেই গরল
আকাঙ্খা খুবই প্রবল
পাওয়াটা তাই বিরল ।।


অভিমান হয় কোন্দল
হৃদয় পুড়ে অনল
সঙ্কটে যাত্রা অচল
হয় না কেউ সচল
নুয়ে পড়লে ভাবে দুর্বল
মৃত্যু হলে খসবে পলল ।।


কাজী নাঈম - ২২ মাঘ ১৪২৬