দূরদর্শন এবং প্রতিচ্ছবি


“আড়ালে থাকা তোমার অবয়ব
সন্ধেহ নয়, বিভাজন আমার স্বভাব;
সমাধান ছিলো তবে আস্থার অভাব
কষ্ট লুকিয়ে, দেখে জগৎ আমার প্রলাপ
অবদান প্রস্ফুটিত হয়নি, সময়ের প্রভাব
ভুল মুছে দেয় ভবিষ্যৎ, ইহাই বাস্তব ।”


#কাজীনাঈম, ১১ মাঘ ১৪২৬ ।।