চির বসন্ত লীলা-ভূমে উঠিলো জাগি
ফুটিলো আজি কৃষ্ণচূড়া পূজিতে কার চরণ।


শিমুল বনে লাগলো আগুন
প্রিয়ার ঠোঁটে জ্বলে ফাগুন।


দেবকাঞ্চনের মায়ায় জড়িয়ে
দেবদাসের পথ যায় ফুরিয়ে।


কনকচাঁপার হলদে আভায়  
পথ হারিয়ে কি আসে যায়।


রুদ্রপলাশ ফুটছে বনে
বসন্ত রং লাগছে মনে।


পাথরকুচি পথের ধারে
ফুটবে বুঝি মন ভোলাতে ।