আছে যত তোর মিথ্যে ঝুরি ঝুরি
এক একটা যেন ধারালো ফলার ছুরি;
যদিওবা আজ সবই আমি বুঝি,
তবুও নিরব সয়ে যাই মুখ বুজি।।


নিজেরে চালাক ভাবিস নাকি খুব?
ভেবে ভেবে বুঝি পাসও ভীষণ সুখ;
জানিস না ভালোবাসার কি মানে!
তবুও জ্ঞান ঝেরে যাস সর্বখানে।


ভালোবেসে খুব করেছি কি ভুল?
মূহুর্তে তোর হয়ে যাই চক্ষুশূল,
যত ভাবি আসবো না আর ফিরে;
মায়ার বাঁধন যায় না সে কেন ছিড়ে!


কেঁচো খুঁড়তে বেড়িয়ে গেল সাপ
নিজের ফাঁদে আটকে গেলি সাফ,
চাপাবাজি যতই করসি পাবিনা তুই মাফ।


চুরি চুরি সিনাজুরি ওরে বাপরে বাপ
হায় আমি কি বোকারে কি বোকা!
জিন্দেগিভর খেয়েই গেলাম ধোঁকা।