শৈশব ফিরে এলে আবার ডাংগুলি-
কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ।
শৈশব ফিরে এলে আবার স্কুল ছুটি-
স্বপ্নের ফেরী করে ঘরে ফেরা।


শৈশব ফিরে এলে আবার মায়ের-
ঘুম পাড়ানি মাসি-পিসির গল্প শোনা।
শৈশব ফিরে এলে তুমি আমি-
কত শত কবিতার আড্ডা।


শৈশব ফিরে এলে বর্ষার মাঠে-
ভর দুপুরে ডুব সাঁতার খেলা।
শৈশব ফিরে এলে আবার-
চৈত্রের পোড়া দুপুরে দুরন্তপনা।


শৈশব ফিরে এলে আবার-
স্কুল ফাঁকি পাহাড় বেড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা।
শৈশব ফিরে এলে আবার-
হাজারো স্বপ্ন পূরণের বায়না।


শৈশব ফিরে এলে আবার-
সহজ ভাবে বাঁচতে শেখার ইচ্ছে।
শৈশব ফিরে এলে আবার-
শেষ হওয়া গল্পের পুনরাবৃত্তি ঘটা।