সম্ভাবনার সুউচ্চ শিখরে দীপ্ত অভিযান
অভিষ্টে পৌঁছুতে হবে-- হয় যদি পণ
ভিন্ন পথের পান্থ যে জন তিষ্ঠ ক্ষণকাল
বলতে কি পার,
রাত্রি পেরিয়ে কখন হবে সকাল ?
বলতে কি পার ,
কী সাফল্য গাঁথা ঐ স্বর্গে আর মর্ত্যে ?
শিল্পের পূর্ণতা পেয়েছে কি হেথা
প্রেমে আর ভ্রাতৃত্বে ?
বিছানায় গিয়ে ঘুমোতে না পারি
করি শুধু গড়াগড়ি
অব্যক্ত কথা মনে বড় ব্যথা।
শত বাধা কড়াকড়ি
চীৎকার করে গাইতে পারিনা সহানুভূতির গান
খুব ভোরে উঠে নীরবে নিভৃতে শিহরিত তনুমন
অস্ফুট স্বরে মৃদুমন্দ সমীরে একটি কথাই ভাসে
মানবের তরে, এই ধরণী পরে, আসিবে যে, ঐ আসে।।