এমন যদি হতো
দ্বন্দ্বে না কেউ যেতো,
সকল মানুষ অসীম মায়ার
ছন্দ খুঁজে পেত।


মন্দ কিছু নয়
এমন মনে করা
সকল মানুষ হয় যদি বা
বাস্তু- স্বদেশ হারা।


যা আছে তার সব বিকিয়ে
হিসেব-নিকেশ সব চুকিয়ে
রইবো হেথা ধরাধামে
রাজ আয়েশে অভিলাষে
যেমন থাকে পাখ-পাখালি
পাহাড়, সাগর, বন-বনানী


স্বদেশ, ধর্ম অথবা বর্ণ
হয়েছে কবে মানব বর্ম ?
কিসের নেশাই আত্নহনন,
কিংবা পাঠাই মৃত্যু সমন ?


মিলেমিশে থাকবো সবাই
ক্ষণিকের এই মিলন- মেলায়


ভাবছ মোরে স্বপ্নচারী
অসম্ভবের ধ্বজাধারী --
তেমন কিছু নয়,
এমন করে ভাবছে যারা;
হয়নি পরিচয়।।