হে কবি, ওভাবে দেখনা
যেভাবে আয়নাতে ভাসে সমাজের ছায়া।
জেনো, কবিতার আছে প্রাণ
কষ্ট দিওনা তাকে, করিওনা অপমান
তুমি ব্রম্মচারি , সুন্দরের পূজারী
অনন্ত গগনে আনন্দ আহরণে
সুখের পায়রা ওড়ানো তোমার ধর্ম
এ কাজে ব্যর্থ হলে, থেমে যাবে জীবনের গতি
কৃষ্ণগহ্বরে হারিয়ে যাবে সমগ্র মানবজাতি।


হে কবি, থমকে যেওনা মানুষের আচরণে
জেনো, তোমার কাছে পাণ্ডুলিপি আছে
শুধু একটি কালির আঁচড় পাল্টে দিবে মানুষের গতি
দৃষ্টিভঙ্গির জগতে ঘটাবে মহা বিস্ফোরণ।
এঁকেছ কী সেই ঈপ্সিত ছবি কল্পনার মানসপটে,
যা এখনও পায়নি স্থান জীবনের ক্যানভাসে ?
আর যা হওয়া উচিৎ নয় অথচ ঘটছে অহরহ
তাকে ত্যাজ্য কর, অথবা সেই রূঢ় বাস্তবতার নীতিহীনতা—
পরাভূত কর, কল্পনার পরশে শিল্পের সাহচর্যে


হে কবি, রাজাধিরাজ তুমি পাঠকের মনে
মহাবিশ্বের মহাকাব্য খেলে সেখানে
অনুভবে থাকে যেন জীবনের আশ
হয়না যেন রঙ মেশানো কথার সর্বনাশ
ওহে প্রশান্ত, তুমি মনোনীত
সমাজে যে পরিবর্তন আসন্ন
তুমি তার রূপকার, কবিতা তার সূতিকাগার।