যেভাবে জনগণ চাইছে
ইচ্ছের রেসটুকু  রেখে তাই
বলছি নতুন এক রাস্তায় হাঁটছি
হোক পথ যতখুশি বন্ধুর
তৃপ্তির ছোঁয়া টুকু খুঁজবোই খুঁজবো।


তবু নয় গোলা আর বারুদের ঠকঠক ঝনঝন
ভেবেছি সমানে যতটুকু ভাববার
মুক্তির এই স্রোত বরাবর
ধোঁয়া নয়,ঝিলমিল সুপেয় সরোবর
মিলবেই  মিলবে একবার।


হয়তো একটু প্রথমে বুকঝাড় জ্বলবে
এটুকু আন্দাজ করা যায়
মানুষের পোশাকের বেশ থাক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
একদিন জানবেই জানবে
একটুও ভিতরে আপোষের ছোঁয়াচে রোগ নেই।


রাজনীতি দূরে থাক শত ক্রোশ যোজনে
নীলাকাশ শান্ত নির্মল যেমন হয়
কোনদিন এর চেয়ে বেশি কিছু চাইনে
আগুনে আগুনে বেসামাল তান্ডব কী হবে বলোতো?
স্বেচ্ছায় অবসর সেও এক উজ্জ্বল নমুনা মাইলফলকের।
----------------------------------------
১৭/৪/২৪-অবুঝ মন -