জানি না কেন এই পড়ন্ত বেলায় ভেসে ওঠে সেই ক্যানভাস?
যেখানে চলমান দু চাকার যান,আর বাহুডোরে ভালোবাসার জীবন্ত আধার
রঙিন প্রজাপতির আকাশী উড়ান, সুমধুর গুন গুন।

আবার পরক্ষণেই প্রশ্ন সূচক!ফেলে আসা পথ--
বলতে চাওয়ার আগুনে যাপন
মন হারানো এক সমুদ্র বিষণ্ণ ঢেউ।

তবুও ইচ্ছে হয় নিজেকে আয়নায় সামনে দাঁড় করাবার
প্রকাশ যে কি-----?
বিড়ম্বনার শিকারে হয়তো ক্ষতগুলো একটু শুকিয়ে উঠতো।

তুমি কি শুনতে পাচ্ছো--
বৃষ্টিহীন ফুটিফাটা মাটি কেন চেয়ে থাকে মেঘের দিকে?
---------------------------------------------১৯/৭/২০২২-অবুঝ মন -