জুড়ে থাকা মানে এই নয়
আকাঙ্ক্ষার একমুখী প্রবাহ ধারা
যেখানে হারিয়ে যাওয়ার স্পষ্ট আভাস
সেখানে ঠায় দাঁড়িয়ে বৃথা ঠোক্কর খাওয়া।

যাক সরে মাটি, আরো সরে যাক দূরে
এখানেই হোক অলীক কল্পের সমূল সমাপতন
না হয় লাগবে একটু কলজে ফাটা দমবন্ধ ঝটকা
দূর তো হবে বদ্ধ পাগলের ঝাপান কাঁটার খোঁচা
তাতে আর যাই হোক না কেন---
অন্ততঃ নিষ্পাপ হৃদপিন্ড অনেকটাই হবে সচল
না কোন থাকবে দাঁড়ি,কমা তো নয়ই--
নির্মোহ দূরত্বে জেগে উঠবে অনন্ত মুক্তির নির্মল প্রশান্তি।

ভাবছেন কি কবির মুখে এমন কথা বড়ো বেমানান?
ভেবে দেখুন শুরু আর শেষ মিলে শেষের কবিতাই হয়।
--------------------------------------------
৭/৬/২২-অবুঝ মন-