কাকে আর দেবো দোষ?ক্ষয়িষ্ণু সংযোগ
কথা হঠাৎ,হঠাৎই পথ হারায়!
বিকলাঙ্গ সমীকরণ দাপিয়ে বেড়ায়!
এ কি নির্বোধ বাসনা নয়?
যা সত্যি তা কখনো লুকোনো কি যায়?
জানে না কি ডিজিটাল এ সময়?
তাই বলে বিচিত্র যুক্তির বিষবাষ্প উপহার!
ক্রমশঃ চোরাস্রোত ঘিরে ফেলছে মোহনায়!
এখনো চুপচাপ বসে থাকা?
হয় অনাদর নয়তো ডানা ছাঁটার সময় কি নয়?
সূর্যের প্রখরতা পিশাচ কি মাপতে পারে?
তবুও প্রশ্ন এতোটাই অতৃপ্ত!রঞ্জন কি খুঁজছে?
-----------------------------------------
            -১৬/৭/২০২২-অবুঝ মন