কথাতে ছিল আলেয়ার হাতছানি,
অবুঝ সরল মন তা বুঝতে পারেনি।
ধেয়ে গেছে পিছু পিছু অনেকটা দূরে,
প্রতারিত হয়েছে বারে বারে।
তবু ও মরীচিকা সম কথার উপরে,
অবুঝ সবুজ মন বেশি নির্ভর করে।
এভাবে সহজ সরল মন ধীরে ধীরে নীরবে,
পৌঁছে যায় অজান্তে মৃত্যুর দুয়ারে।
---------------------