কে? কোথায়?কী বললো বলে
জাত ধর্ম রসাতলে!
এ কেমন ভালোবাসা?
হানছো জাতির সর্বনাশা!
কি লাভ হয় এমন করে?
ছুটছো সবাই নেশার ঘোরে!
আইন আছে সরকার আছে
দরবার করো তার কাছে
কি জানি কয়?--কেল্লাফতে
হোক না বিচার আদালতে
এই দুনিয়ায় কে না মানুষ?
আছে কি সব জ্ঞান আর হুঁশ?
---------------------------------------
-১১/৬/২০২২-অবুঝ মন-