মন খারাপের কি দোষ বলো?মেঘলা আকাশ ঘন কালো
এমন দিনে একলা বসে সত্যি কি আর লাগে ভালো?
হয়তো তোকে দেখতে পেলে কুড়িয়ে নিতাম কুসুম সুভাস
প্রতিশ্রুতির বাগান জুড়ে উঠতো ভরে গোলাপ খাস।
কেন কেবল বিবস নদীর--ঢেউ খেলে যায় পাগল মনে?
কথার কথা রাখলে পরে বিচার পেতাম বৃন্দাবনে।
জল বিহনে গাছের কী হাল জানতে না কি বলনা কেনে?
"হার মানা হার" সুরের ধারা অব্যাহত তোর উঠোনে।
তুই যে বলিস বন্ধু হলেই উছল জোয়ার বইবে জোরে
জানিস তো তুই কার পূজারী?জড়িয়ে আছে সোহাগ ভরে।
--------------------------------------- -৫/৯/২০২২-অবুঝ মন-