যেভাবে গড়িয়ে পড়ে ঝর্ণার জল
সেভাবে কি আসে ফিরে আশ্চর্য কমল?
হয়তো বা বাতিগ্রস্থ পথ ধরতে পারে হাত
এরপর সেই আততায়ী ফাঁদ-এতো নির্দয়?
যাপনের মাঝে জেগে ওঠে ধূ ধূ প্রান্তর--
ক্লান্ত ধূসর!হায়রে কপাল নিয়তির হয় জয়?

স্বপ্ন বেচার দায় ক'জন বা নিতে পারে?
সকল চোটের গভীরতা আসে কি নজরে?
কে যে--কখন কারে দিতে চায় মালা
দিকে দিকে কেবলই দিন বদলের পালা!
স্মৃতির পাতা তবু কেন ডুব দিতে চায় অথৈ সাগরে?
-------------------------------------
৩/১০/২২-অবুঝ মন -