তুই তো আজ ভুলেই গেছিস
মন কেমনের কথা
কেমন করে বুঝবি বা তুই
দুঃখির বুকের ব্যথা?


বেশ তো ভালো গল্প ফেঁদে
করলি আসর জয়!
ঘৃনা ভরা চোখের তারায়
ঋণশোধ কি হয়?


তুই তো এখন বেচাকেনার
ডিম পাড়া এক হাঁস
তোর নাগরের রুজি রোজকার
সুখের পৌষ মাস!


একটা হাতে বাজতো যদি
ছন্দ ভরা তালি
পথ হারানো অন্ধ মোহে
এগোত কি বনমালী?


দেখরে চেয়ে কত সুখি
বেচছে যে রোজ ডাব
খেলার খেলা খেলতে গিয়ে
নামলি কোথায় ভাব?
------------------------------------
-২২/১২/২৩-অবুঝ মন -