দেখো এ হাসিতে ভুলিও না আমায় , আমি জানি
তুমি বলেছিলে কোনো অসংযত মূহুর্ত্তে
আমায় যদি দেখো উদ্ভাসিত , জেনো আমারও আছে বিষন্ন কিছু সত্য
তা তোমার হয়ত না জানলেও হয় ।


আমি সে কল্পে হস্তরেখাবিশারদ
তোমার হাত দেখে করেছিলাম নির্ভুল গণনা
জেনো তুমি হারিয়ে যাওয়া কোনো হীরিতে
খুঁজে পাবে নিজের কষ্টকল্পনা ।


সুচিত্রা, সে কথা তোমার সয়নি
হীরে যে হারায় তা তুমি মানতে চাওনি ।
আমায় বলেছিলে বদলে দিতে ভাগ্যরেখা
লিখে দিতে অন্য কোনো অবাস্তব আলপনা
যা দিয়ে তুমি আবার গড়বে সংসার
ভেঙে যাওয়া স্বপ্ন সব সযত্নে ডেকে নেবে নিভৃতে ।


সেবার আমার কষ্ট পাওয়ার পালা
এক সত্য গড়তে গিয়ে হারাতে হবে আমার অহংকার
ভুলে যেতে হবে কখনো তোমায় চিনতাম
লিখে দিতে হবে তোমার প্রেমপত্র
তুমি তারপরেও বোঝনি ।