চান্দ্রেয়ীকে বলেছিলে ভালবাসা সহজ নয়
এসেছিলে পৃথার হাত ধরে আমার প্রেমের আঙিনায়
আমি দুহাত বাড়িয়ে আগলে ধরেছিলাম তোমায় , এই জীবনেই
ফিরে যাওয়ার সমস্ত দরজা খুলে রেখে , আমি ডেকেছিলাম আবহ গৃহে
বলেছিলাম , নিয়ে নাও আমায় , নিঃস্ব করো আমার অবিনশ্বর অশান্তি
তুমি স্বাভাবিক মোহ রত্নে , আলো সেধেছিলে আমার চোখে
বলেছিলে , চেয়ে নিও আমায় যখন ইচ্ছে করে ।


আমাদের দিন পেরোয় সাঙ্কেতিক রাজপ্রাসাদে , আমরা লিখে রাখি প্রেমের তিথি
সে চান্দ্র নক্ষত্রে তুমি সয়েছিলে ঈর্ষা , জেনেছিলে ছেড়ে যাওয়ার অসীম আবাহন
আমি পেয়েছিলাম তোমায় আবার একান্ত সন্নিধানে
গোলাপী আলোয় এঁকেছি রঙীন আলপনা
আমাদের সানন্দা  রাত কাহিনীর অন্তরালে
আমাদেরি বিরহ অনির্বাণ ডাকে ।


চিরন্তন এই এপার ওপার রতিসঙ্গীত
আমরা হারিয়ে যাই ভোররাতের ঘুমে
সে স্বপ্ন আমি ভুলিনি কখনো
সে রাতে , আমি এসেছিলাম সংযুক্তায়
তুমি বলেছিলে এ ভালবাসা আমরণ
আমাদের দিন কাটে চিরবসন্তে
সব শেষে , আমরা বারবার হারিয়ে ফেলি নিজেদের ।