তুমি অনেকদিন আগে জেনেছিলে ,নদীপারে একূল ওকূল
তার পরেও হেটে গেছ পলাশ গাছের পথে ,লাল রঙ চেয়ে
সে বসন্তে অশান্তির জমায়েত ,ছিল বেহুদা রক্ত ঋণ
সে অধিকার তোমাতেই প্রাপ্ত , তুমি জানো এ সখ্য বিহীন ।


আমাদের দেখা করার যত অকারণ , তাও তোমাতেই প্রাপ্ত
আমরা একে অপরের কাছে চেয়ে নিই দুঃসময় , অন্য কিছু ভেবে
আমি জানতাম , এ মৃত পুরে ,আমাদের সজীবতা অবান্তর ।
তীব্র প্রেমে আমি সয়েছি কঠোর ধ্যান , চেয়েছি অমানিশা
নেমে এসো , এ আকাশ জুড়ে , এ হৃদয় জুড়ে , দিও আমায় মৃত্যুশোক
জানিও কী নদী গভীরে রেখেছিলে , এ অনাগত সময়ের প্রাপ্তি
বিহনে চেয়েছি আমি তোমায় সুচেতনা ,পূর্ণ করো আমার প্রাণ
মিশে যাক আমাদের প্রতি মুহূর্ত , আমরা বেঁচে উঠি আর একবার
ধুয়ে যাক পাপরাশি , ভুলে যাই , কখনো এখানে ছিলাম
আমায় তৃপ্ত করো বসুন্ধরা , আমি এক মনে চেয়েছি তোমায় ।