তোমার আকুল আবেদনে আমি তৃপ্ত
সেই যে স্বপ্ন সুপ্তি বলেছিলাম একদিন
সে মোহ হয়ত আরো গভীরে পর্য্যবসিত ।
আমি তোমায় দেখছি, কী অজানা
তোমার পা পড়ছে না মাটিতে যেন
তুমি আলোয় ভেসে এসেছ, অনেক সোহাগ নিয়ে
তোমার দুচোখে নতুন সংসার গড়ার আনন্দ
তোমার নিঃশ্বাসে মাধবীলতার নির্যাস ।
আমি ভাবছি কি গয়নায় তোমায় সাজাই
কিভাবে বন্দনা করি এই দেবীমূর্ত্তি
আমার অহংবোধ লুপ্ত হচ্ছে
আমি জেগে উঠছি দীপ্ত পৌরুষে ।