সময় এগিয়ে চলে ঘটায় না নিয়মের ব্যাতিক্রম
পিঠেতে সওয়ার এই আমরা। করছি নিয়ত অতিক্রম
মসৃণ, বন্ধুর পথ। জানিনা কোথায় শেষ এ চলার।
কী আছে পথের শেষে হয়তো রবে না কেউ তা বলার
অবশেষে। তুমি আমি পাশাপাশি সীমাহীন ব্যবধান।
চিরচেনা দু’জনায়- চিরদিন অচেনা এ দুটি প্রান।
মনের গহিনে তবু সারা দিন রাত অনুরনে যেন
তোমায় নহিলে মোর চলিবে না, চলিবে না- একটি ক্ষণও।।