তুমি কি জানো, কোথা গিয়ে শেষ হয়েছে এ আকাশের?
পাখি উড়ে গিয়ে দিবস শেষে, রজনীতে আসে ফের?


তুমি কি জানো, আকাশ কেনো উজ্জ্বল লাল হয়?
যার পিছনে লুকিয়ে আছে ছলনাময়ীর জয়?


তুমি কি জানো, আবির কেনো লালে রঞ্জিত থাকে?
যেদিকে তাকালে পাথরকেও যমদুত এসে ডাকে?


তুমি কি জানো, গোলাপের রঙ ভিন্ন কেনো হয়?
যেখানে দেখা যায় কোনো জয় নাই, শুধু জীবনের ক্ষয়?


তুমি কি জানো, শুকনা মাটিতে মাছ কেনো বাঁচেনা?
বেলী, কেয়া আর গন্ধমুকুল কেনো আর সাজেনা?


তুমি কি জানো, নীল ঐ আকাশ রাঙ্গা হয়ে কেনো ওঠে?
কপোত কপোতি ডানা ঝাপটিয়ে একসাথে কেনো ছোটে?


জানো নাতো কেউ, এসব প্রশ্নের একটিরও উত্তর?
বলে দেই তবে এসব কিছু চিহ্ন যে ছলনার।।