স্বভাষার দেশ রুপের সে বেশ, সুন্দর বাংলাদেশ,
সকালের রোদে, আলো ঝলমলে, মেঘের সে কালো কেশ।
গাছ, পাখি, হাতি- নানান সে জাতি, সবে করে এক বাস,
ভোরের রোদে কাননেতে ফোটে গোলাপের এক রাশ।।


এদেশের মাটি, স্বর্ণমই খাটি, কৃষকের মন মতো,
এদেশের মাঠে, ভরে ফসলেতে, আছে প্রকারভেদ যত।
এদেশের চাষা, মানুষের ভাষা, অর্জিত যতসব,
এদেশের জন, মানুষের স্বজন, মুখে থাকে এক রব।।


কিভাবে এদেশ, সাজাবোজে বেশ, ফুলে ফসলেতে ভরে,
শত্রু আছে যত এদেশের ভিতর, মুক্ত হব দূর করে।
কারন মানুষ, যাদের আছে হুস, জানে একটি কথা-
'৭০' সালের নির্বাচনে এদেশ স্বাধীন হওয়ার কথা।।


সেই স্বাধীনের সাধ পায় সবে ২৬শে মার্চ রাতে-
এদেশের বুকে লাল লেলিহান জ্বলে ওঠে সে প্রভাতে।
লক্ষ মানুষের, বিনিময়ে রক্তের, এনেছিলো স্বাধীনতা,
কপালের কি লেখা, যাচ্ছে যা দেখা, হয়নিতো যথা তথা।।


যদি তারা হায়, স্বাধীনতা পায়, কমন তাহার রূপ হয়?
ন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় সদা করে, খারাপের হয় যেথা জয়??
পুনরায় কর রন, যদি পেতে চাও মান, সংগ্রাম কর আজীবনী-
ধীরে ধীরে এভাবে, পেয়ে যাব সুযোগে, যতো আছে শান্তির নিতী।।