এক অক্ষরের একটি শব্দ
                সবচেয়ে যা প্রিয়,
এটি হলো মূল শব্দ
                দেখা যায় যা ধর্মেয়।

শিশুকালে পৃথিবীতে
                আসলাম যার দ্বারা-
সেই শব্দটি ভুলে গেছো
                কোন জাতেরই কারা?


শিশুকালে কাঁদতাম যখন
                দু’ঠোট মোরা ফুলিয়ে-
তখোন সে গান গাইতো
                হাত দুইটি তার ফুলিয়ে।


অসুখেতে পড়তাম যখন
                সিথানতে বসে-
কাপড় দিয়ে জড়িয়ে মোদের
                ঠান্ডায় সে কাশে।


যখন মোরা বাইরে যেতাম-
                থাকতো অপেক্ষায়
রাত দুটাতে থাকতো বসে
                কখন এসে যায়।


ভালো কোনো খবর যখন
              আসত তাহার কানে-
স্বর্গ সুখের অসীম স্বপ্ন
              ভাসত তাহার মনে।


দুঃখের সময় সবাই যখন
              মোদের ছেড়ে যেতো
বুকের কষ্ট চেপে রেখে
              একলা পাশে থাকতো ।


কারো সুখের অসীম ভাগ
              যে চাইত না-
সবার সেরা সবার প্রিয়
              সে হলো মোর মা।।