দেখিয়া তোমার ঐ চুল
করিয়াছি মস্ত ভুল ,
হায়!!! এযে নহে চুল
এযে, কেবলি বটবৃক্ষের মূল


দেখিয়া তোমার ঐ চোখ
ভাবি, এ যেন পায়রার খোপ
তোমার ঐ নাক
যেন বড়াক বাঁশের ফাঁক


তোমার ঐ গাল
যেন তবলার তাল
তোমার ঐ ঠোঁট
যেন জিন্সের কোট


যেই দেখি তোমার কান
ভাবি, এতো রাজশাহীর পান
দেখিয়া তোমার দাঁত
বলি, হায় ঈশ্বর!!!
এযে, ঢালাই লোহার পাত


উপমা কি দেব হায়
মন যে শুধুই পালাইতে চায়!!!!
পালাইয়া আর যাব কোথায়???