কি দেখছো অমন করে!ভেজা চোখ!
এ তো তোমারই সৃষ্টি,
ইচ্ছে মত ঝরাও তুমি আমার স্বপ্ন বৃষ্টি
কত নিপুন তোমার সৃষ্টি!


কত স্বপ্নের ছবি আঁকা ছিল সুখের দেয়াল জুড়ে
আঁচমকা এক দমকা হাওয়ায় সবি গেল পড়ে,
প্রেমের ঘুড়ি উড়িয়ে দিয়ে নাটাই রাখলে হাতে
নিজ হাতে সুতো কেটে আবার ফেলে দিলে মাটিতে।


এখন আমি আকাশ দেখি
প্রতিটি তারার মাঝে তোমাকে খু্ঁজি
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি
ঘুমের ঘোরেও তোমাকেই খুঁজি
আমার শিরায়- ধমনীতে, আমার অস্তিত্বে
শুধু তুমিই বিরাজমান।