মিথিলা-
ক'দিন আগেও তোমার সাথে কোন পরিচয় ছিলনা
কেউ কাউকে চিনতাম না, জানতাম না
এখনো চিনি না,দেখিওনি কোনদিন
তুমিও দেখনি কখনো আমায়
তবু ও তুমি-আমি আজ কতো আপন
ঠিক যেন এক আত্মা এক প্রাণ।


এগার অক্ষরে পরিচয়
তারপর বন্ধুত্ব, আর তারপরে......
এইতো এখন তুমি আর আমি
চলছে চার অক্ষরের খেলা।


ক'দিন আগেও বাঁচার মানে খুঁজতাম
অন্ধকারে পথের দিশা খুঁজতাম
নিরাশার চোরাবালিতে যাচ্ছিলাম  ডুবে,
তোমার আগমনে
অাজ আমার অন্য জীবন
কৃষ্ণচূড়ার লালে সেজেছে আমার পৃথিবী।


এতদিন যে 'ধ্রুব'
দূর আকাশের ধ্রুবতারা হয়েছিলো,
আজ তার আকাশে স্বপ্নের মেলা বসেছে
'মিথিলা' শুধু তোমার আগমনে।


চোখের গহীনে জমে থাকা
নীল জলের রং বদলে গেছে
যে মনের আাকাশ ঢাকা ছিলো
বিষাদের কালো মেঘে,
এখন সে আকাশ জুড়ে বসন্তের মেলা
'মিথিলা' শুধু তোমার আগমনে।