ও মেয়ে, তোমাকে বড্ড অচেনা লাগে!
তোমার বদলে যাওয়া আমায় ভাবিয়ে তোলে,
নতুন প্রশ্নের জন্ম হয় মনের গহীনে ।


তোমার কথা বলা,পথ চলা, এমনকি
চাওয়া-পাওয়ার হিসেবও বদলে গেছে,
ঐ চোখে এতোদিন যে ছবি দেখে এসেছি
বদলে গেছে সেটাও; এখন দেখি অন্য ছবি।


কি চাও তুমি! বলো,কি চাও?


বুকের ভেতরে মন,মনের ভেতরে তুমি,
তোমার ভেতরে আমি; তাই বলবে তো!


তোমার চোখের তারায় এখন যে ছবি দৃশ্যমান,
মনের গহীনে যে নামের ধ্বনি শুনি কান পাতলেই,
পথচলায় নতুন তালের যে যোগসূত্র খুঁজে পাই;আর
ছন্দ কথায় তোমার যে নবরূপ দেখি তাতে আমি বিশ্বাসের সাথে বলতে পারি,'তুমি আমাকেই চাও'!


ও মেয়ে, লজ্জা কেন তবে?
যদি ভালোবাসো আমায় ! যদি আমাকেই চাও!
তবে আর দূরে থাকা কেন?
নাকি দূর থেকে ভালোবাসতেই ভালোবাসো তুমি ?