সখী এ ঘরে যে বসত করে
সে তো মানুষ ভালো না,
সে শুধু জ্বালিয়ে মারে
সে তো নিজে জ্বলে না।।


মনের বাগানের মালী ফুল যতনের ছলে,
মধু সকল পান করিলো অতীব কৌশলে।
যার কাছে মন নিরাপদ রয়
তারে সখী দিও হৃদয়,
কভু আপন না করিও যে দেয় মিছে যন্ত্রণা।।


এমন কঠিন পুরুষ দেখিনি তো আর,
বরণের তরে আমি খোলা রেখেছিলাম সখী,
আলতা দিয়ে আঁকা রঙিন দুয়ার।।


আমাকে অবলা পেয়ে হাসি কেড়ে নিলো সে,
যে জ্বলে সে জানে শুধু কি জ্বালা প্রেমের বিষে।
যে করে আদর যতন
তারে সখী ভেবো আপন,
যা কিছু যায় জীবন থেকে আরতো আসে না।।