প্রচন্ড রৌদ্রে একটু ছায়া হয়ে আসিলে
তুমি এ অঞ্চলে নেমে,
ধন্য হলো এলাকাবাসী ধন্য হয়েছে অন্তর
অন্ন দিলে তুলে মুখে অতি যতনে।


অনেকে তো পারে করতে অনেক কিছু
আছেতো অনেক তাদের ভান্ডারে,
তবুতো করে না তারা মনের তাগিদে
পরকে আপন ভাবতে নাহি পারে।


কি বুঝে বিধাতা দিল জনম তোমার
কিছুতেই ভেবে নাহি পাই,
পূর্ব জনমের পূন্যের ফলে হয়তো
এ পূন্যভুমি তোমার দেখা পাই।


যে মাতা আনিল তোমায় এ বিশ্ব-ধরায়
চরণ যুগলে তাঁর নমি বারে বার,
যে পিতা দেখালো তোমায় জগত সংসার
নেই কোনো উপমা তাঁরে বন্দিবার।


তোমার বলে বলীয়ান হয়ে স্বপ্নেতে ভাসি,
মিনতি করি এ অঞ্চলে আছো যতজন
ভুলোনা তাঁকে মনে রেখো অনুক্ষণ
যে ফুটালো তোমাদের মুখে সুখের হাসি।