দু'জন মিলে যুক্তি করে হাট বসালো মনানন্দ ঢেলে।
কি বেচা কেনা করছে একমাত্র তারা দু'জন জানে,
যারা গেছে তারা পাগল বেশে এখনো খুশীমনে জ্বলে।।


পাহাড় সম ভারী বোঝা নিয়েও সেথা প্রবেশ করা যায়।
আবার খালি হাতে গেলেও কারো কোনো মানা নাই,
যুক্ত হয়ে মুক্তি পেতে হাটে যাবার কোন বিকল্প নাই।।


ঐ হাটে চলছে ষড়রিপুর ধ্বংসযজ্ঞ আপন মহিমায়।
যাকে পায় তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে দু'জন,
দৌড়ে পালানোরও কোনো রকম সুযোগ রাখে নাই।।


যত দুঃখ,যত কষ্ট,যত ক্লান্তি মনের মধ্যে লুকিয়ে রয়।
সকল কিছু কিনে নিয়ে প্রেম বিক্রি করছে দু'জন হাটে,
সেথা যাওয়া মাত্রই জন্ম-মৃত্যু করতে পারা যায় জয়।।


নদিয়া নগরের শ্রীবাস আঙিনা সে হাটের ঠিকানা হয়।
পরম সুখ আর শান্তির ছোঁয়ায় পূর্ণ হয় মন-প্রাণ সেথা,
ফেলে রেখে যত কাজ-চল,হাটে যাবার এইতো সময়।।