যাচ্ছ যাও, তবে সঙ্গে নিতে ভুলো না আমাদের ধিক্কার।
বিষাক্ত করে গেলে আনন্দলোক আপন মহিমায়,
তুমি কাঁদিয়েছো আমাদের স্বজন হারানোর বেদনায়,
তোমার কুকীর্তি ভুলতে আমাদের লাগবে অনেক বছর।


তিল তিল করে গড়ে ওঠা সভ্যতা কলুষিত করে গেলে।
ভাবিনি কোনদিন হবে এরূপ মারাত্মক ক্ষতি,
স্বচক্ষে প্রত্যক্ষ করলাম ভয়াবহ কালের গতি,
মোদের সদা ব্যস্ত রাখলে উপস্থিত হতে মৃত্যুর মিছিলে।


তোমার ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত মনোজগতের পিতা।
নষ্টামীর সীমা অতি সহজে লঙ্ঘন করে গেলে,
সবকিছু উপেক্ষা করে তোমার খেলা তুমি খেললে,
পিতা-মাতা-সন্তান-দম্পতি-ভাই-বোনের জ্বললো চিতা।


কি অপরাধের শিকার মোরা একমাত্র তুমিই জানো।
একসঙ্গে এত পরিজন ত্যাগ সত্যিই কষ্টকর,
অশ্রুবন্যায় ডুবে গেল যত্নে গড়া আপন ঘর,
সান্ত্বনার ভাষা পর্যন্ত হারালো তুমি মানো বা নাই মানো।


তবুও তোমার অন্তিমযাত্রাকালে তুমিই একমাত্র ভরসা।
যে আসছে তাকে কুমন্ত্রণা দিও না কানে,
নীরবে ধ্বংস হও যেন তোমার রেশ সে না টানে,
আগামীতে আনন্দময় হবে এ বিশ্ব- এ মোদের প্রত্যাশা।