আমার আমিরে আমার মতন
বাঁচিতে দে না কিছু ক্ষণ,
এলোমেলো সব বায়না ধরিয়া
করিস না মন জ্বালাতন।


ভালো কাজের ইচ্ছে হলেই
চুপসে যাও কেন মন,
পাপের পথে ভাসাইলে দেহ  
লজ্জায় করোনা বারণ।


নফসের সাথে মিলিয়া ইবলিস
পাকাইলো মোরে দড়ি,  
হেইয়ো টানে সরল পথ হইতে
বক্র পথে দিলো ছাড়ি।


এই বুকের মধ্যে বসত করিয়া
আমায় করেছো বেদ্বীন,  
তবুও এ দেহের বিচার হইবে
পাপে ভরপুর সিজ্জীন।