হঠাৎ আসিয়া যখন মৃত্যু মোরে
করিবে আলিঙ্গন,
আমার দেহ-কর্ম, ধন-দৌলতের
হইবে সব বন্টন।


ভাগ লইতে আজরাঈল আসি
করিবে জান কবজ,
সবল সুন্দর দেহ খানি হায়রে
অসাড় মন মগজ।


শেষ গোসলে আতর মাখিয়া
পড়াইবে সাদা কাফন,
ওয়ারিশান তার প্রাপ্য বুঝিয়া
আমায় করিবে দাফন।


পচা গলা লাশ খাইবে ঘিরিয়া
কবরের পোকামাকড়,
মাটির দেহটি মিশিয়া মাটিতে
রহিবে শুধু হাড়গোড়।


নিজের ভাগে জুটিয়াছে কেবল
পাপ পুণ্যের আমল,
মুনকার নকিরের প্রশ্নের জবাবে
হইবো কি সফল?