(কোরআন ও হাদিসের আলোকে)

রমযানের শেষ দশকে বেজোড় রাতে
তালাশ করো লাইলাতুল ক্বদর,  
হাজার মাসের চেয়ে সেরা এ রাত পাবে  
মন দিয়ে করো আমল ও সবর।    


কোরান নাজিল হলো বিধায় সম্মানিত
মহিমান্বিত এ পবিত্র রজনী,
ধন্য হলো মানব জীবন পেলোরে দিশা    
পুলোকিত হয় নিস্তব্ধ ধরণী।    


উম্মতে মুহাম্মদীর মর্যাদা দিলেন বাড়িয়ে  
সৃষ্টিকর্তা অপার দয়াময়,
লিপিবদ্ধ করা হয় রুযী মৃত্যু জরুরি বিষয়
এ রাত অতীব বরকতময়।


ঈমানের সাথে নেকীর আশায় করলে বন্দেগী  
আগের গুনাহের পাবে ক্ষমা,  
তিরাশি বছর চার মাসের সওয়াব করো হাসিল
আমলনামায় পুণ্য হবে জমা।    


গভীর অন্ধকারে যাবে না ছেয়ে ক্বদরের রাত
প্রবাহিত হবে বাতাস মৃদুমন্দ,
নাতিশীতোষ্ণ আবহে এবাদতে পাবে তৃপ্তি
হতে পারে বৃষ্টির রিমঝিম ছন্দ।  

স্বপ্নে নেককার জানতে পারে এ রাতের খবর
যদি হয় আল্লাহ্‌র দয়া অপার,
সকালে হালকা আলোকরশ্মির হবে সূর্যোদয়
যেন মনে হবে চাঁদ পূর্ণিমার।  


হে খোদা ভালোবাসো তুমি ক্ষমা করাকে
নিরন্তর ক্ষমার আধার,
তাই ক্ষমা করে দাও এই পাপী বান্দাদের
কবুল করো দোয়া সবার।