চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ,
যাকাত ফেতরা দেয়নি যারা ভাঙ্গাও তাদের ভুলের নিদ।  


রোজা যারা রাখলো নারে তাদের দেখো কেনার ধুম,
খোদার হুকুম মানলো না তাও
আনন্দে আজ নাইরে ঘুম,
অবহেলায় আমল ফাসিদ।    
চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ।


সারা বছর উপবাসে যারা রাখে রোজা হায়রে,
ছিন্ন বস্ত্র ধূলিমাখা মাথা
দুঃখীদের দাও মন ভরে,  
মেনে চলো কালাম মজিদ।  
চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ।


ধনী গরিব ঈদের সাজে পড়তে নামাজ যাবো ঈদ গাহে,
রোজা কবুল সুখ শান্তির
করবো দোয়া খোদার রাহে,
কাঁপুক আরশ, আল-ওয়াহিদ।  
চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ।


শত্রু নয়রে বন্ধু ভেবে সাদা মনে হাতে হাত মেলাও,
খাবোরে আজ সবাই মিলে
সেমাই পায়েস কোরমা পোলাও,  
ঝেড়ে ফেলো মনের জিদ।  
চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ।


ভুলে যারে দুঃখ সবি আনন্দে কর  কোলাকুলি,
ভেদাভেদহীন সমাজ গড়ি  
কোরান সুন্নার পরশ বুলি,    
প্রশান্ত হোক্ কঠোর হৃদ।  
চাঁদ উঠেছে খুশির জোয়ার কাল যে মোদের রোজার ঈদ।