সৃষ্টির মূল রহস্য স্রষ্টার অর্চনা,
চায়না  স্রষ্টা, কর সৃষ্টির বন্দনা।


নরহত্যা মহাপাপ সকল ধর্মে,  
মনুষত্ব লোপ পেলো কুকর্মে।

অস্তিত্ব টিকিয়ে রাখতে করিনা  ভজন,  
প্রার্থনার জন্যই জিন ও মানবের সৃজন।

করি  কেউ এবাদত, কেউ বা আরাধনা,
কেউ করে পূঁজা, কেউ বলে উপাসনা।


সৃষ্টিকর্তার  নাম  জপমান-
আল্লাহ্ খোদা প্রভু রহমান।


কেউ বলে ঈশ্বর ও দয়াবান,  
কেহ জপে নারায়ন ভগবান।
  
সবাই ভাবে আমরাই সত্য, বাকিরা পথভ্রষ্ট
ওরা নরকবাসী, সর্গ হবে না মোর লক্ষ্যভ্রষ্ট।

বিশ্বময় হানাহানি ভেদাভেদ ধর্ম গোত্র বর্ণে,
স্রষ্টার ঐশী বাণী ঢোকে না যে কারো কর্ণে।